পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের কুনার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে।
তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রসংবাদমাধ্যম রেডিও–টেলিভিশন অব আফগানিস্তান (আরটিএ) জানায়, আল–জাজিরার রিপোর্ট অনুযায়ী, মৃতের সংখ্যা ৫০০ এবং আহতের সংখ্যা প্রায় এক হাজার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ ছিল এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতেই নানগারহার ও কুনার প্রদেশে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে। পোলাদ নূরি, ২৮ বছর বয়সী এক ব্যক্তি বিবিসিকে বলেন, “এমন শক্তিশালী ভূমিকম্প আমি আগে কখনো দেখিনি।”
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক খবরে কেবল একটি গ্রামে ৩০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।
ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় ভূমিধসের কারণে অনেক সড়ক বন্ধ থাকায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। তালেবান সরকারের কর্মকর্তারা আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোকে আকাশপথে উদ্ধার অভিযান চালানোর জন্য আহ্বান জানিয়েছেন।