ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে ধান চুরি ঠেকাতে গিয়ে কৃষক আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: নড়াইল সদর উপজেলার বগুড়া গ্রামে চোরের হামলায় আহত কৃষক আশরাফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ছবির ক্যাপশন: নড়াইল সদর উপজেলার বগুড়া গ্রামে চোরের হামলায় আহত কৃষক আশরাফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন
ad728

গতকাল সোমবার রাতে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বগুড়া গ্রামে চোরের হামলায় আহত হয়েছেন এক কৃষক।

আহত কৃষকের নাম আশরাফ মোল্যা (৫৫)। তিনি ওই গ্রামের নূর মোহাম্মদ মোল্যার ছেলে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবারের সদস্যরা জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক একটার দিকে চোরের একটি দল বেড়া কেটে বারান্দার একটি কক্ষে প্রবেশ করে। কক্ষে ধান রাখা ছিল। ধান চুরির সময় আশরাফ জেগে ওঠেন এবং টর্চলাইট হাতে সেখানে যান। তিনি চোরদের একজনকে চিনে ফেললে, তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বাঁ হাতে কোপ দেয়।

আশরাফের চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে চোরেরা পালিয়ে যায়। পরে আশরাফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফের ছেলে লিপটন মোল্যা জানান, এর আগেও তাঁদের বাসায় ধান চুরি হয়েছিল। এবার তাঁর বাবা চোরকে চিনে ফেলায় হত্যার চেষ্টা চালানো হয়। তাঁদের ধারণা, আগেরবারও একই দল ধান চুরি করেছিল। এ বিষয়ে তাঁরা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন।

লিপটন আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আশরাফের সঙ্গে দেখা করেছে। চোর দলের একজনের বাড়ি তাঁদের গ্রামে বলেও তিনি উল্লেখ করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ