ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাঈদী মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেন সাঈদী মামলার কয়েকজন সাক্ষী। ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দেন সাঈদী মামলার কয়েকজন সাক্ষী।
ad728

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়।

অভিযোগ দেন জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা সাঈদীর বিরুদ্ধে সে সময় সাক্ষ্য দেওয়া কয়েকজন ব্যক্তি। তাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

অভিযোগকারীদের মধ্যে আছেন মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুল হাওলাদার, আলতাফ হাওলাদার এবং মাহাতাব উদ্দিন হাওলাদার। তাঁরা সবাই পিরোজপুরের বাসিন্দা। অভিযোগ জমা দেওয়ার সময় তাঁদের সঙ্গে ছিলেন আরেক সাক্ষী মধুসূদন ঘরামীর আত্মীয় সুমন্ত মিস্ত্রি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ