ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাকিমপুর সীমান্তে আটক ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: হাকিমপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশিদের বিজিবির হেফাজতে নেওয়ার মুহূর্ত। ছবির ক্যাপশন: হাকিমপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে ফেরত আসা বাংলাদেশিদের বিজিবির হেফাজতে নেওয়ার মুহূর্ত।
ad728

ভারতের হাকিমপুর সীমান্তে আটক চার শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে রোববার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে রাত নয়টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

বিজিবির বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গত শনিবার দুপুরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ ওই ১৪ জনকে আটক করে। এর মধ্যে চার শিশু, পাঁচ নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা মিজানুর রহমান শেখ জানান, তাঁরা জীবিকার সন্ধানে পাসপোর্ট ছাড়া ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করেছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার পথে বিএসএফ তাঁদের আটক করে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ