যশোরের শার্শা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকালে উলাশী ইউনিয়নের কন্যাদহ দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে মোট ১০০ পরিবারের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান এ কার্যক্রমের নেতৃত্ব দেন। তিনি জানান, ভারতীয় উজানের ঢলে প্রতিবছর এই অঞ্চলের মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। সমস্যার স্থায়ী সমাধানে দাউদখালী-রুদ্রপুর এলাকায় একটি সুইচগেট ও বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে আর বন্যার আশঙ্কা থাকবে না।
ইউএনও আরও জানান, বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং অবশিষ্ট ১০ টন মঙ্গলবার (২৬ আগস্ট) বিতরণ করা হবে।
ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মশলাসহ শুকনো খাবার অন্তর্ভুক্ত রয়েছে। ধাপে ধাপে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ থেকে বঞ্চিত না হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়নের প্রশাসক মো. রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হজরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।