ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি লিভিভে গুলিতে নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
ছবির ক্যাপশন: লিভিভে গুলিতে নিহত ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি ছবির ক্যাপশন: লিভিভে গুলিতে নিহত ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি
ad728
ChatGPT said:

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি (৫৪) লিভিভ শহরে গুলিতে নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা জানান, গতকাল শনিবার পশ্চিমাঞ্চলীয় এই শহরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

একটি অযাচাইকৃত ভিডিওতে দেখা যায়, কুরিয়ারকর্মীর পোশাক পরা এক বন্দুকধারী রাস্তায় পারুবির দিকে এগিয়ে আসেন। তিনি কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং অস্ত্র হাতে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।

ইউক্রেনের কৌঁসুলিরা জানান, ঘটনাস্থলেই পারুবির মৃত্যু হয়। লিভিভের পুলিশপ্রধান আলেক্সান্দার স্লিয়াখোভস্কি জানান, তাঁকে লক্ষ্য করে আটটি গুলি ছোড়া হয়েছিল এবং হামলাটি সুপরিকল্পিত ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেন, সন্দেহভাজনকে ধরতে ‘সাইরেন’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রয়োজনীয় সব বাহিনী ও কৌশল মোতায়েন করা হয়েছে।

আন্দ্রি পারুবি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখেন এবং ২০১৪ সালে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গণ–আন্দোলনে নেতৃত্ব দেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাঁকে ‘দেশপ্রেমিক ও রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করে বলেন, পারুবি ইউক্রেনের মুক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, পারুবিকে হত্যা করা মানে ‘ইউক্রেনের হৃদয়ে গুলি ছোড়া’।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ