ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় তিন আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধে স্থানীয়দের অংশগ্রহণ ছবির ক্যাপশন: উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধে স্থানীয়দের অংশগ্রহণ
ad728

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচি পালন করেন।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে প্রায় ৩০ মিনিট রেলপথ অবরোধ করা হয়। এ সময়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি লাহেড়ি মোহনপুর স্টেশনে আটকে ছিল।

প্রশাসনের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে যান। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মাসুম আলী খান জানান, স্থানীয়দের দাবিতে আজ শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। এতে বনলতা এক্সপ্রেসের যাত্রায় আধা ঘণ্টার মতো বিলম্ব ঘটলেও অন্য ট্রেনের সিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ