ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসসি ৪টি নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য আবেদন আহ্বান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: পিএসসি নন-ক্যাডার পদে আবেদন শুরু, নির্ধারিত শর্তে অনলাইনে ফরম পূরণ করতে হবে ছবির ক্যাপশন: পিএসসি নন-ক্যাডার পদে আবেদন শুরু, নির্ধারিত শর্তে অনলাইনে ফরম পূরণ করতে হবে
ad728

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রকের (নন-ক্যাডার) ৪টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত রোববার।

পদের বিবরণ:

১. মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার

  • মন্ত্রণালয়/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা

  • পদসংখ্যা: ১ (অস্থায়ী)

  • গ্রেড:

  • বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

  • যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ।

  • অভিজ্ঞতা: সরকারি/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ।

  • বয়সসীমা: ৩৫

২. উপপরিচালক (টেকনিক্যাল)

  • মন্ত্রণালয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • পদসংখ্যা: ১ (স্থায়ী)

  • গ্রেড:

  • বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

  • যোগ্যতা: সমুদ্রবিজ্ঞান, মেরিন সায়েন্স বা হাইড্রোগ্রাফি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর; অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণপ্রাপ্ত।

  • অভিজ্ঞতা: আন্তর্জাতিক সমুদ্র আইনে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।

  • বয়সসীমা: ৩৮

৩. সহকারী অধ্যাপক (নন-কারিগরি)

  • মন্ত্রণালয়/অধিদপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তর

  • পদসংখ্যা: ২ (স্থায়ী) (রসায়ন ১, পদার্থ ১)

  • গ্রেড:

  • বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, প্রথম শ্রেণি বা সম্মানের সঙ্গে দ্বিতীয় শ্রেণি। তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

  • অভিজ্ঞতা: ৫ বছরের শিক্ষকতা বা চাকরির অভিজ্ঞতা

  • বয়সসীমা: ৩৫

আবেদনের জন্য নির্দেশনা:

  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা বীরাঙ্গনার সন্তানদের প্রমাণপত্র দাখিল করতে হবে।

  • ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের জেলা প্রশাসক দ্বারা সত্যায়িত সনদ দাখিল করতে হবে।

  • তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সিভিল সার্জনের সনদ প্রয়োজন।

  • স্বাক্ষর ‘300×80 pixel’ মাপে, ৬০ KB-এর বেশি নয় এবং ‘jpg’ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।

  • যেসব পদের জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক, সেখানে উচ্চতর ডিগ্রি থাকলেও ডিপ্লোমা আবশ্যক।

আবেদনের সময়সীমা:

  • শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২টা

  • শেষ: ২০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টা

আবেদনের পদ্ধতি:
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট বা পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম (বিপিএসসি ফরম-৫এ) পূরণ ও ফি জমা দিতে হবে। অনলাইনে ‘Non-Cadre’ অপশন নির্বাচন করে আবেদনপত্র পূরণ ও প্রবেশপত্র গ্রহণ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ