ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শামিম ইব্রাহিম বাংলাদেশের ১৫ দিনের সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: শুক্রবার ভোরে দেশ ছাড়ার আগে শামিম ইব্রাহিম কৃতজ্ঞতা জানিয়েছেন সকলের প্রতি। ছবির ক্যাপশন: শুক্রবার ভোরে দেশ ছাড়ার আগে শামিম ইব্রাহিম কৃতজ্ঞতা জানিয়েছেন সকলের প্রতি।
ad728

অভিনেতা ও সংগীতশিল্পী শামিম ইব্রাহিম বাংলাদেশের ১৫ দিনের সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। শুক্রবার ভোরে দেশ ছাড়ার আগে তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। শামিম বলেন, “জীবনের স্মরণীয় সফর শেষে, দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছি।”

গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থেকে প্রথম আলোকে তিনি জানান, “পরিবারের কাছে ফিরে যাচ্ছি। সবসময়ই আনন্দের হলেও এবার কিছুটা বিষাদও আছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে, তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। সময়ের স্বল্পতায় কিছুজনের সঙ্গে দেখা হয়নি, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে শিগগির আবার ফিরে আসব।”

আগের মতো দেশে এলেও শামিমকে তেমন কেউ চিনত না। এবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর মানুষ তাকে চিনেছে এবং অভিনয়ের স্মৃতিচারণা করেছে। তিনি বলেন, “নোয়াখালীর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে বাসে অনেকেই চিনেছেন। কেউ সেলফি তুলেছে, ফেসবুকে অনেক মেসেজ রিকোয়েস্ট পেয়েছি। এবারের অভিজ্ঞতা সত্যিই ভিন্ন।”

আগস্টের মাঝামাঝি পেশাগত কাজে বাংলাদেশে আসেন শামিম। সেই সফরে তিনি ৪৪ বছর আগে শুটিং করা ‘বিপ্লব’ সিনেমার সহশিল্পী অভিনেত্রী আনোয়ারা বেগমের বাসায় যান। দুইজনের দেখা আবেগঘন ছিল; কাঁদেন তারা, কাঁদেন বাসায় থাকা অন্যরা। তারা মিলিত হয়ে সিনেমার গান ‘বাবা বলে গেল, আর কোনো দিন গান কোরো না’ শুনে স্মৃতিতে ভেসে ওঠেন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা শামিম ইব্রাহিম নায়ক হিসেবে অভিষেক করেন ‘আশিক প্রিয়া’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন সোনিয়া ফেরদৌস। ১৯৯২ সালের শুটিংয়ের পর ৩৩ বছর পরে তারা আবার দেখা করেন। সোনিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে সনোলজিস্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

২০১৪ সালে শামিম পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে টেক্সাসের ডালাসে থাকেন।

শিশুশিল্পী হিসেবে ১৯৭৯ থেকে ১৯৯৪ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। প্রথম চলচ্চিত্র ছিল ‘দেবদাস’। এরপর ‘জন্ম থেকে জ্বলছি’, ‘নান্টু ঘটক’, ‘তিন বাহাদুর’, ‘এতিম’, ‘গৃহলক্ষ্মী’, ‘লালুগুলু’, ‘রেশমি চুড়ি’, ‘সাক্ষী’, ‘রঙিন রূপবান’, ‘বড় মা’, ‘নসিব’ এবং ‘শাস্তি’ সিনেমায় তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

নায়ক হিসেবে ‘আশিক প্রিয়া’ এবং আওকাত হোসাইনের ‘জানের বাজি’ সিনেমায় অভিনয় করেছিলেন শামিম, যা তার শেষ চলচ্চিত্র।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ