ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা ও স্বাস্থ্যে হযবরল, সংস্কার কমিশন গঠনের দাবি শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেনের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং
ছবির ক্যাপশন: রাজধানীতে সিজিএস আয়োজিত সংলাপে বক্তব্য রাখছেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন ছবির ক্যাপশন: রাজধানীতে সিজিএস আয়োজিত সংলাপে বক্তব্য রাখছেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন
ad728

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, “শিক্ষায় হযবরল অবস্থা, স্বাস্থ্যে হযবরল অবস্থা। এ দুই খাতে সংস্কার কমিশন করতে হবে।”

সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: শিক্ষা ও জনস্বাস্থ্য’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে এর কোনো উল্লেখ নেই। তিনি জানান, একবার একটি টেলিভিশন টকশোতে সরকারের এক সদস্যকে প্রশ্ন করেছিলেন, এই সরকারের মেয়াদ কতদিন। কিন্তু তিনি কোনো উত্তর পাননি। সবাই জানেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচনের আগ পর্যন্ত। তবে সেই নির্বাচন নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।

বাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “বাজারে গেলে কষ্ট হয়। ফর্দ শেষ হয় না, কিন্তু মানিব্যাগে টাকা শেষ হয়ে যায়।” তিনি মনে করেন, সব মিলিয়ে দেশে এখন সুশাসন প্রতিষ্ঠা সবচেয়ে জরুরি। সুশাসনের অভাবেই রাষ্ট্রব্যবস্থায় নানা ধরনের বিচ্যুতি ঘটছে।

শিক্ষকদের মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশের কোনো সরকারই কখনো শিক্ষকদের প্রাপ্য সম্মান দেয়নি। তিনি বলেন, অতীতে সরকার শিক্ষকদের বেতন–ভাতা নির্ধারণের সময় তাঁদের তৃতীয় শ্রেণিতে নামিয়ে এনেছিল। পরে শিক্ষক সমাজকে আন্দোলন করতে হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, “পদক্রমে একজন সচিবের নিচে একজন অধ্যাপক কেন থাকবেন?


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ