ঢাকার গাজীপুরে প্রতিদিনের কাগজের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোরের কেশবপুর। স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন প্রায় শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি ও প্রেসক্লাব কেশবপুরের সিনিয়র সহ-সভাপতি জিএম আব্দুস সালাম সবুজ, যশোরী খাবার নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল হোসেন, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক শামিম আক্তার মুকুল, গৌরীঘোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাহাজান কবির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহমান, প্রভাষক শহিদুল ইসলাম সহিদ, আবুসালে মাসুদ হাসান, মনোতোষ দাস, খায়রুল আনাম, কৃষ্ণদাস, প্রদীপ কুমার মোদক, জিএম হিরোন তারেক, নাজিম উদ্দীন, আব্দুল হালিম, ইউছুব আলি, শামিম হোসেন, গোলাম ফারুক বাবু, শহিদুল ইসলাম, রেজা, ইব্রাহিম বাবু, মুস্তাফিজুর রহমান মিন্টু ও মুকুল হোসেনসহ অনেকে।
বক্তারা জোরালোভাবে দাবি জানান—তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এভাবে প্রাণ না হারায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে সন্ত্রাসীরা তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে, যা সারা দেশে সাংবাদিক মহলে শোক ও ক্ষোভের সঞ্চার করেছে।
নিউজটি পোস্ট করেছেন :
Jashore Now