ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাপলা প্রতীক চেয়ে দ্বিতীয়বার ইসির কাছে আবেদন করল এনসিপি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত ২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছিল। পরবর্তীতে ৩ আগস্ট দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইসি সচিবের কাছে নতুন করে আবেদন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে অগ্রাধিকারভিত্তিক প্রতীক হিসেবে চান।

আজ ইসি সচিবের ই–মেইলে পাঠানো আবেদনে নাহিদ ইসলাম স্বাক্ষর করেন। আবেদনে বলা হয়, শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার ইসির সিদ্ধান্ত কোনো আইনি ভিত্তিতে গঠিত নয়, বরং এটি এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এতে জনগণের কাছে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিশনের আগ্রহ নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।

এছাড়া আবেদনে উল্লেখ করা হয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে একটি বড় রাজনৈতিক দলের তৎপরতা জনপরিসরে দৃশ্যমান এবং রাজনৈতিক অঙ্গনে আলোচিত।

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, ইসি ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী এনে এনসিপির অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে। একই সঙ্গে তিনি ইসিকে অনুরোধ করেন, আগের একরোখা মনোভাব ত্যাগ করে এমন সিদ্ধান্ত নিতে, যাতে কমিশনের নিরপেক্ষতা ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অঙ্গীকার প্রশ্নবিদ্ধ না হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ