ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ট্রাকচালক নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ছবির ক্যাপশন: জামালপুরের মেলান্দহে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ট্রাকচালক রিপন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ ছবির ক্যাপশন: জামালপুরের মেলান্দহে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ট্রাকচালক রিপন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ
ad728

জামালপুরের মেলান্দহ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে রিপন মিয়া (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে তাঁকে গাছে বেঁধে মারধর করা হয়। শনিবার সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে বেলা ১১টার দিকে ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিপন ওই এলাকার মো. মোফাজ্জলের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। পুলিশের দাবি, রিপন চুরির সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে মেলান্দহসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, রিপন দুই বছর ধরে চট্টগ্রামে ট্রাক চালাতেন। গত বৃহস্পতিবার তিনি গ্রামে ফেরেন। শুক্রবার রাত আড়াইটার দিকে প্রতিবেশী বোরহান উদ্দিনের ঘরে চুরির অভিযোগে তাঁকে আটক করে এলাকাবাসী। পরে গাছে বেঁধে রাতভর মারধর করা হয়। সকালে তিনি মারা গেলে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রিপনের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, রিপন আগে এলাকায় চুরি করলেও পরে ট্রাকচালকের কাজ শুরু করেন এবং ভালো হয়ে গেছেন বলে সবাই জানতেন। তিনি দাবি করেন, পাওনা টাকা আনতে গিয়ে পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করা হয়েছে।

রিপনের স্ত্রী আনোয়ারা বেগম অভিযোগ করেন, মৃত্যুর আগে রিপন পানি চাইলেও তাঁকে দেওয়া হয়নি, বরং মারধর করা হয়। তিনি বলেন, রিপনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে বোরহান উদ্দিনের পরিবারের সদস্যরা পলাতক। তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশিস রায় জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এখনও কাউকে আটক করা যায়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ