যশোর-খুলনা মহাসড়কের শাঁখারীগাতী এলাকায় (হিরো কোম্পানির সামনে) দ্রুতগতির বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শুকুর আলী (৫৫), পেশায় এক ফল বিক্রেতা। সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের ভ্যানে করে বিভিন্ন ফল বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন শুকুর আলী। শাঁখারীগাতী মোড়ে পৌঁছালে যশোর থেকে নওয়াপাড়া গামী একটি ড্যাম ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সরাসরি তার ভ্যানে ধাক্কা দেয়। মুহূর্তেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শুকুর আলী যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। কয়েক বছর আগে তার এক ছেলে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। বর্তমানে শুকুর আলীর বড় বোন ক্যান্সারে আক্রান্ত, যা পরিবারকে আরও বিপর্যস্ত নেমে এসেছে
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে। স্থানীয়দের অভিযোগ, নওয়াপাড়া থেকে যশোর পর্যন্ত ড্রাম ট্রাকগুলো প্রতিদিন বেপরোয়া গতিতে চলে। অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির ফিটনেসও নেই। তারা অভিযোগ করেন, মাসিক চুক্তির মাধ্যমে এসব অবৈধ গাড়ি নওয়াপাড়া হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাচল করে।
দুর্ঘটনার পর এলাকাবাসী ও সাধারণ মানুষ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারিয়ে শোকের সাগরে ভাসতে না হয়।
নিউজটি পোস্ট করেছেন :
Jashore Now