গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে আজ সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে সংঘর্ষ হয়। এতে উভয় দলের নেতা-কর্মীরা জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এ সময় গুরুতর আহত হন নুরুল হক। তাঁর মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে, মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তবে জাতীয় পার্টি দাবি করেছে, আগে হামলা চালিয়েছিল গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরাই।
ঘটনা সম্পর্কে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানায়। কিন্তু কিছু নেতা-কর্মী তা অমান্য করে সহিংসতা চালান। তারা বাহিনীর ওপর আক্রমণ করে, মশাল মিছিল করে এবং ইটপাটকেল নিক্ষেপসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়।
আইএসপিআর জানায়, জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।