ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লালবাগ হত্যা মামলায় হাজী সেলিম ও ডু’ চাত্রলীগ সাধারণ সম্পাদক সৈকতকে গ্রেপ্তার দেখানো

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকার সিএমএম আদালতে হাজী সেলিম ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ছবির ক্যাপশন: ঢাকার সিএমএম আদালতে হাজী সেলিম ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত
ad728

রাজধানীর লালবাগ থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (আজ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে তাঁদের আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে হাজতখানা থেকে তাঁদের এজলাসকক্ষে তোলা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর ইডেন কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন। এ ঘটনায় চলতি বছরের ২১ জানুয়ারি লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় হাজী সেলিম ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হলো।

প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর পুলিশ হাজী সেলিমকে এবং ১৪ আগস্ট তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করে। এর পর থেকে তাঁরা কারাগারে আছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ