ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় নৌকাবাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী নৌকার সংঘর্ষে নিহত ২

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহকুলা সেতু এলাকায় নৌকাবাইচ দলের নৌকা ও বরযাত্রীবাহী নৌকার সংঘর্ষে দুইজন নিহত হন ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহকুলা সেতু এলাকায় নৌকাবাইচ দলের নৌকা ও বরযাত্রীবাহী নৌকার সংঘর্ষে দুইজন নিহত হন
ad728

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ শেষে ফেরার পথে একটি নৌকার সঙ্গে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দহকুলা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের রহিচ উদ্দিন (৪৩) ও নুরুল ইসলাম (৩৭)। তাঁরা দুজনই নৌকাবাইচ দলের সদস্য ছিলেন।

থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি নৌকাবাইচ দলের সদস্যরা মহড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে দহকুলা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে তাঁদের নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায় এবং বাইচালরা পানিতে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে অধিকাংশকে তীরে তুলতে সক্ষম হলেও দুজন নিখোঁজ ছিলেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার গভীর রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান শনিবার সকালে জানান, নিহত দুজনের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ