ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে, যিনি হিন্দি ও মারাঠি টেলিভিশনে দর্শকদের মন জয় করেছিলেন ছবির ক্যাপশন: জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে, যিনি হিন্দি ও মারাঠি টেলিভিশনে দর্শকদের মন জয় করেছিলেন
ad728

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর তিনি গত রোববার ভোর চারটায় মুম্বাইয়ের মীরা রোডের নিজ বাসভবনে মারা যান। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

প্রিয়ার স্বামী শান্তনু মোগেও অভিনেতা এবং মারাঠি টেলিভিশনে ছত্রপতি শিবাজির চরিত্রের জন্য পরিচিত। প্রিয়া দেশের ছোট পর্দার দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন, বাংলাদেশেও তাঁর পরিচিতি ছিল।

প্রিয়া মারাঠে ২০০৫ সালে ‘ইয়া সুখানো ইয়া’ নামের মারাঠি ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দীর্ঘকালীন সিরিয়াল ‘চার দিবস সাসুছে’-তে কাজ করেন। ২০০৮ সালে তিনি মারাঠি থেকে বলিউডে প্রবেশ করেন মিলিন্দ উকের চলচ্চিত্র ‘হমনে জিনা শিখ লিয়া’-র মাধ্যমে।

হিন্দি টেলিভিশনে তাঁর সবচেয়ে বড় পরিচিতি আসে একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’-য়। সেখানে তিনি বর্ষা দেশপান্ডে ও ঝুমরির চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের সঙ্গে।

প্রিয়ার সহ-অভিনেত্রী উষা নাদকার্নি শোক প্রকাশ করে বলেন, “আমি শুনেছিলাম ওর ক্যানসার হয়েছে। পরে অপারেশন করেছিল, আবার কাজেও ফিরেছিল। তবে সম্প্রতি জানতে পারি, ওর অবস্থা ভালো নয়। শেষ কদিন আগে স্বামী আমাদের দেখতে যেতে মানা করেছিলেন। হয়তো চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল বলে তিনি লজ্জা পাচ্ছিলেন। ভীষণ কষ্ট লাগছে। এত অল্প বয়সে কেউ চলে যায় কেমন করে?”

উষা নাদকার্নি আরও বলেন, “প্রিয়া সব সময় হাসিখুশি থাকত, সবার সঙ্গে মিশত। ও তো বিয়েও করেছিল কয়েক বছর আগে, ঋণ করে বাড়িও কিনেছিল। ভালোই হলো ওর সন্তান হয়নি, না হলে আজ ওদের কী হতো কে জানে।”

অভিনয়ের পাশাপাশি প্রিয়া ছিলেন একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান। ২০১০ সালে তিনি ‘কমেডি সার্কাস কে সুপারস্টারস’-এ অংশ নেন। পরবর্তী সময়ে অভিনয় করেন ‘উত্তরণ’ (২০১১-১২), ‘বড়ে আচ্ছে লাগে হ্যায়’ (২০১২) এবং ‘সাথ নিভানা সাথিয়া’ (২০১৭)-তে।

হিন্দি ও মারাঠি টেলিভিশনে নিজের জায়গা তৈরি করা প্রিয়া মারাঠের আকস্মিক মৃত্যুতে বিনোদন জগৎ শোকস্তব্ধ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ