বহুল আলোচিত রাজস্ব খাতের সংস্কারের সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এটি প্রকাশ করা হয়। নতুন অধ্যাদেশটি “রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫” নামে পরিচিত হবে এবং আগের অধ্যাদেশ থেকে মোট ১১টি গুরুত্বপূর্ণ সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সংশোধনীর অন্যতম প্রধান বিষয় হলো, রাজস্বনীতি বিভাগের সচিব পদে শুধুমাত্র অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হবে, বিশেষ করে যারা সামষ্টিক অর্থনীতি, বাণিজ্যনীতি, পরিকল্পনা, রাজস্বনীতি বা রাজস্ব ব্যবস্থাপনার কাজে অভিজ্ঞ। একইভাবে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদেও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা হবে। এছাড়া দুই বিভাগে জনবল নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে, ১২ মে জারি হওয়া মূল অধ্যাদেশের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দেড় মাস আন্দোলন চালিয়েছিলেন। আন্দোলনের কারণে জুন মাসের শেষের দিকে শুল্ক ও কর কার্যালয়ে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন স্থগিত হলেও, এর প্রভাব এখনও অফিসে বরখাস্ত, বদলি ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে দেখা যাচ্ছে।
অধ্যাদেশ সংশোধনের জন্য ২৯ জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে এই সংশোধনীগুলো আনা হয়েছে।