নিউজ সিডনি: সোমবার সকালে সিডনির উলাহরা এলাকায় রুশ কনস্যুলেটের প্রধান গেটে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ৩৯ বছর বয়সী চালককে পুলিশ আটক করেছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা খবর পান কনস্যুলেটের গেটে অনুমোদন ছাড়া একটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশ যখন চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন তিনি গাড়ি চালিয়ে সরাসরি গেটে ধাক্কা দেন। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল (২৪) হাতে আঘাত পান।
স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ ও নাইনের ফুটেজে দেখা গেছে, রাশিয়ার পতাকার খুঁটির পাশে গাড়ি পড়ে আছে এবং গাড়ির কাচ ভেঙে গেছে।
রুশ কনস্যুলেট এখনো এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।