ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোর-৬ এ আসন সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ, নির্বাচন অফিস ঘেরাও

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
ছবির ক্যাপশন: যশোর-৬ আসনের ভোটারদের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: যশোর-৬ আসনের ভোটারদের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল
ad728
যশোর-৬ আসনে ভোটারদের ক্ষোভ : “সীমানা অপরিবর্তিত রাখতে হবে” দাবি জানিয়ে নির্বাচন অফিস ঘেরাও

যশোর-৬ আসনের ভোটাররা সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন। আজ শনিবার সকাল ১১টায় কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।

সম্প্রতি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল যশোর-৩ ও যশোর-৬ আসনের সীমানা পুনর্গঠনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। তার প্রেক্ষিতে আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছে দুই আসনের সাধারণ ভোটাররা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “আসন পুনর্বিন্যাসের নামে এক ধরনের ষড়যন্ত্র চলছে। যশোরের দীর্ঘদিনের নির্বাচনী সংস্কৃতি ও সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত এটি।” তারা আরও বলেন, আসন্ন নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেবে না যশোরবাসী।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ