ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিয়ে করতে এসে পলাতক বিজিবি সদস্য গ্রেপ্তার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: : গোপালগঞ্জে বিয়ে করতে এসে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার পলাতক বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া ছবির ক্যাপশন: : গোপালগঞ্জে বিয়ে করতে এসে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার পলাতক বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া
ad728

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ে করতে এসে গ্রেপ্তার হয়েছেন মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামের এক পলাতক বিজিবি সদস্য। সোমবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী। পরে তাঁকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।

সাজ্জাদ ভুঁইয়া নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। তিনি ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন এবং চলতি বছরের ১ জুলাই থেকে ছুটি ছাড়া অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কাশিয়ানী আর্মি ক্যাম্প সূত্র জানায়, সাজ্জাদ ভুঁইয়া বিয়ে করতে ভাটিয়াপাড়া মোড়ে উপস্থিত হলে মেয়ের আত্মীয়রা তাঁর পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জানতে চান। জবাবে অসংগতিপূর্ণ কথা বলায় তাঁদের সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয়। যৌথ বাহিনী বিষয়টি নিশ্চিত হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ